ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
দামুড়হুদায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর মাদরাসার সামনে মাইক্রোবাসের ধাক্কায় হারেজ আলী (৬৫) নামে এক  ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হারেজ দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন।

জানা গেছে, সকালে ভ্যান নিয়ে বের হয়ে বিষ্ণপুর গ্রাম থেকে এক ছাত্রীকে উজিরপুর মাদরাসায় নিয়ে আসেন হারেজ আলী। এ সময় ওই ছাত্রীকে মাদরাসায় নামিয়ে দিয়ে ভ্যান ঘোরানোর সময় চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদা অভিমুখে যাওয়া বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন হারেজ আলী। স্থানীয়রা ও মাদরাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।