ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

 নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
 নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

নেত্রকোনা: নেত্রকোনার মদনে মোটরসাইকেল দুর্ঘটনায় কামরুল ইসলাম (৩৫) নামের এক চালক নিহত হয়েছে।  

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বালই ব্রিজ সংলগ্ন মদন-খালিয়াজুরী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কামরুল খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামের নিখিল মিয়ার ছেলে।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. তায়েব হাসান।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল বাড়ি থেকে মদন আসার পথে মদন-খালিয়াজুরী সড়কের বালই ব্রিজের পূর্ব পাড়ের সড়কে দুর্ঘটনায় শিকার হয়ে নিচে পড়ে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেলে নিতে বলেন। কিন্তু তার সঙ্গে লোকজন না থাকায় দুই ঘণ্টা পর মদন হাসপাতালেই মৃত্যু হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান জানান, দুর্ঘটনায় কামরুল নামের এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।