ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিডিআর বিদ্রোহ মামলার আসামির ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
বিডিআর বিদ্রোহ মামলার আসামির ঢামেকে মৃত্যু ঢামেক হাসপাতাল

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. খলিলুর রহমান (৬৮) নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন।



শনিবার (১৬ ডিসেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল ৩টা ১০ মিনিটে মৃত্যু ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল ক্যাম্পের পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

এদিকে কারাগার থেকে এক সূত্র জানায়, বন্দি খলিলুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজা রহমান প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করেন। তার হাজতি নম্বর-৪৫০৪৬/২৩ মো. খলিলুর রহমান সাবেক বিডিআর সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।