ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, ডিসেম্বর ২১, ২০২৩
জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি, জরিমানা

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে জলাতঙ্ক রোগে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে মো. সাগির হোসেন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, পৌর এলাকার মাছ বাজারের ব্যবসায়ী  সাগির হোসেন জলাতঙ্ক রোগে আক্রান্ত একটি গরু গোপনে অল্প দামে কিনেছিলেন বলে খবর পাওয়া যায়। পরে ওই গরুটি জবাই করে বাজারে বিক্রি করার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের টিম ঘটনাস্থলে এসে ওই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান বলেন, জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করে বিক্রির চেষ্টা করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।