ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে নসিমন-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, ডিসেম্বর ২২, ২০২৩
ঝিনাইদহে নসিমন-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

 

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে ওই উপজেলার মালিথিয়া শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।  

নিহতরা হলেন- শৈলকূপা শহরের কবিরপুর গ্রামের আহাদ অলি শেখের ছেলে আসাদুজ্জামান (৬৫) ও একই উপজেলার নওয়াপাড়া গ্রামের মেহের আলির ছেলে সিএনজি চালক বাবু হোসেন (৫০)।

শৈলকূপা লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ হামিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে শ্রীপুর উপজেলায় ওয়াজ শুনে হতাহতরা সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে শৈলকূপা উপজেলা চরমালিথিয়া শেখপাড়ায় পৌঁছলে নসিমনের সঙ্গে সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। অসাদুজ্জামানকে মাগুরা হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে তিনি মারা যান।  

তিনি আরও জানান, নিহতদের পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।