ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে বিএনপি নেতা হিরণ গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, জানুয়ারি ৬, ২০২৪
ময়মনসিংহে বিএনপি নেতা হিরণ গ্রেপ্তার

ময়মনসিংহ: ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মেদ তাইয়েব্যুর রহমান হিরণকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।  

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গৌরীপুর পৌর এলাকার উত্তর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

র‍্যাব-১৪ এর উপ পরিচালক মো. আনোয়ার হোসেন খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাশকতার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

হিরনের ছোট ভাই অ্যাডভোকেট কামরুল ইসলাম কিরণ বলেন, নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের প্রচারণা কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে হিরণকে তুলে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।