সাভারের আশুলিয়ায় ছাত্র হত্যার ৭ মামলাসহ প্রায় দুই ডজন মামলার আসামি যুবলীগ নেতা আব্দুল জলিল ভুঁইয়া ওরফে রাজন ভুঁইয়াকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান।
এ দিন বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজন ভুঁইয়া আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সোনামিয়া মার্কেট এলাকার মো. বারেক ভুঁইয়ার ছেলে। তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাজন ভুঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭টি হত্যা মামলা দায়ের হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে প্রায় ১৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার রাজন ভুঁইয়াকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
এমজেএফ