ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

ঢাকা: রাজধানীতে আলাদা ঘটনায় মগবাজার ও দক্ষিণখান আশকোনা রেলগেটে ট্রেনে ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর রেলস্টেশনে প্রবেশের আগে আশকোনা রেলগেটে টেনের ধাক্কায় আহত হয় অজ্ঞাতপরিচয় ৩০ বছর বয়সী এক যুবক।

রাত সাড়ে নয়টার দিকে মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কা লাগে রেজওয়ান খান সাইমুনের।

ঢাকা রেলওয়ে থানাধীন বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শানু মং মারমা জানান, সন্ধ্যা ছয়টার দিকে আশকোনা রেলগেটে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ওই যুবকের। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে পথচারী মো. মামুন জানান, মগবাজার রেলগেটে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হয় সাইমুন নামে আরেক যুবক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রেজওয়ান খান সাইমুনের বাবার নাম আব্দুল মান্নান। মগবাজারের নয়াটোলায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।