ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আবারও ‘বেস্ট আরবান রিপোর্টিং আওয়ার্ড’ পেলেন নাজমুল সাঈদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, সেপ্টেম্বর ৬, ২০২৫
আবারও ‘বেস্ট আরবান রিপোর্টিং আওয়ার্ড’ পেলেন নাজমুল সাঈদ পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।

টানা দ্বিতীয় বারের মতো ‘বেস্ট আরবান রিপোর্টিং আওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন ইনডিপেনডেন্ট টেলিভিশেনর অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদ। অনলাইন, পত্রিকা ও টেলিভিশনের ‘অনুসন্ধান’ ক্যাটাগরিতে সেরা হোন তিনি।


 
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।

উত্তর সিটি করপোরেশনের পরিছন্নকর্মীদের নির্ধারিত বেতনের চেয়ে কম দিয়ে বছরের পর ঠকিয়ে নিজেদের আখের গুছিয়ে আসছিল ইজারাদাররা। অর্ধেক কর্মী দিয়ে কাজ করালেও তুলে নিতো পুরো টাকা। ডিজিটাল জালিয়াতি করে করা হয় অপকর্ম। এসব নিয়েই অনুসন্ধান করেন নাজমুল সাঈদ। সেই কাজের স্বীকৃতি পান এই সম্মাননা।

নাজমুল সাঈদ এর আগে ‘বেস্ট আরবান রিপোর্টিং আওয়ার্ড-২০২৪’ অর্জন করেন। এছাড়া বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪, ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেন।

কাজের স্বীকৃতি হিসেবে নাজমুল সাঈদ টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৩, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ প্রথম আলো মাদকবিরোধী পুরস্কার-২০১৮, আহছানীয়া মিশন মাদকবিরোধী পুরস্কার-২০২০ অর্জন করেন।  

এছাড়া ২০২৪ সালের মিনা মিডিয়া অ্যাওয়ার্ডেও সেরা ৫-এ ছিলেন তিনি।

ছাত্র অবস্থায় মেহেরপুরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন নাজমুল সাঈদ। উচ্চ শিক্ষার পাশাপাশি ঢাকায় যুক্ত থাকেন সাংবাদিকতায়। কাজের ধারাবাহিকতায় আমাদের সময়, আমাদের অর্থনীতি, শীর্ষ নিউজ ডটকম, বাংলামেইল টুয়েন্টিফোর ডটকম, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম, দীপ্ত টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, যমুনা টেলিভিশন ও বর্তমানে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছে।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।