ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ৪ বিদেশি পিস্তল ও ৮ গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
ঝিনাইদহে ৪ বিদেশি পিস্তল ও ৮ গুলি উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মকরধ্বজপুর গ্রামের একটি কলা বাগান থেকে চারটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।  

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়।

মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, কয়েকজন চোরাকারবারি প্লাস্টিকের বস্তায় করে ভারত থেকে অবৈধ কিছু নিয়ে আসছে- এমন খবরে বিজিবির একটি বিশেষ টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে সীমান্ত পিলার ৫৩/১এস এর ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের কলা বাগানের মধ্যে দুটি পৃথক স্থানে অবস্থান নেয়। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে চোরকারবারিরা হাতে থাকা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই বস্তায় এ আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়।  

আইনি প্রক্রিয়া শেষে এসব অস্ত্র ও গুলি মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।