ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে নির্মাণাধীন সেতুর চোরাই মালসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, জানুয়ারি ১৪, ২০২৪
চাঁদপুরে নির্মাণাধীন সেতুর চোরাই মালসহ আটক ৩

চাঁদপুর: চাঁদপুরে নির্মাণাধীন ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর চোরাই মালামালসহ তিন চোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে চুরি করা মালামালসহ একটি ট্রাক জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের চররনবলিয়া গ্রামের মো. মনির হোসেন (৪০), মো. মিন্টু মিয়া (৪৩) ও মো. রাজু হোসেন (২৭)।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল জানান, শনিবার রাতে নির্মাণাধীন সেতুর মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন চোর। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চোরাই মাল বোঝাই ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। রোববার (১৪ জানুয়ারি) এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা করার পর তাদের আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।