ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় মেঘনা নদীতে ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
ভোলায় মেঘনা নদীতে ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ 

ভোলা: ভোলায় মেঘনা নদীতে মালবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) রাত ১টার দিকে মেঘনার জোড়খাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।  

নিখোঁজ দুজন হলেন আব্দুর রাজ্জাক সরদার ও তার ছেলে পারভেজ সরদার। তাদের বাড়ি বরিশালে মেহেন্দীগঞ্জ উপজেলায়।

ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) 
বিদ্যুৎ কুমার জানান, রোববার রাত ৯টার দিকে ভাঙারি মালপত্র নিয়ে মনপুরা থেকে মেহেন্দিগঞ্জগামী একটি ট্রলার তীব্র স্রোতের কারণে মেঘনায় ডুবে যায়। এসময় অন্য ট্রলারের সহায়তায় ওই ট্রলারের পাঁচজনকে উদ্ধার করা হলেও বাকি দুজন নিখোঁজ হন।  

এ ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গেছে। নিখোঁজ বাবা-ছেলেকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।