ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলরের অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলরের অভিনন্দন

ঢাকা: পঞ্চমবারের মতো রেকর্ড করা এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফেডারেল রিপাবলিক অব জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ।  

জার্মান চ্যান্সেলর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সাফলতাও কামনা করেছেন৷

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে চ্যান্সেলর ওলাফ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার দায়িত্ব নেওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, আমি আপনার সামনের দিনগুলোর কাজের জন্য আপনার অনেক সামর্থ্য ও সার্বিক সাফল্য কামনা করি।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসকে/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।