ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সীমান্তে মিলল অপহৃত শিক্ষার্থী, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
সীমান্তে মিলল অপহৃত শিক্ষার্থী, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

ঢাকা: শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে অপহরণের পর পাশবিক কায়দায় নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনা ঘটে। এ ঘটনায় অপহৃত ভিক্টিম হিমেলকে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া অপহরণ চক্রের পাঁচজনকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকিসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৪ জানুয়ারি) নেত্রকোনা, সুনামগঞ্জের তাহিরপুর ও রাজধানীর উত্তরায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে অপহরণ চক্রের মূলহোতা মালেক ছাড়া প্রাথমিকভাবে অন্য গ্রেপ্তারদের নাম ও পরিচয় জানায়নি র‍্যাব।

র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপহৃত শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে উদ্ধার করা হয়েছে। এই অপহরণ চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।