ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আ. লীগের মিছিলের নেতৃত্ব, তেজগাঁও কলেজের শিক্ষক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪০, সেপ্টেম্বর ১৯, ২০২৫
আ. লীগের মিছিলের নেতৃত্ব, তেজগাঁও কলেজের শিক্ষক গ্রেপ্তার অধ্যাপক এস এম আশরাফুল আলম আসকর

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তেজগাঁও কলেজের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অধ্যাপক এস এম আশরাফুল আলম আসকর তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান।

এ ছাড়া তিনি গাজীপুর মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক এবং কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

তিনি জানান, এস এম আশরাফুল আলম আসকরের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।  এস এম আশরাফুল আলম ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলসহ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার জন্য ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারনা চালায় এবং তিনি আওয়ামী লীগের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার জন্য অর্থ দাতা হিসেবে পরিচিত।

এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।