ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় কাউন্সিলরের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
কুমিল্লায় কাউন্সিলরের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি

কুমিল্লা: মাদকের বিরুদ্ধে কথা বলায় কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহমানের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি করেছে একদল দুর্বৃত্ত।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর গোবিন্দপুর খলিফা বাড়ি এলাকার কাউন্সিলর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

 

কান্দিরপাড় ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল যুবক কাউন্সিলর কার্যালয় লক্ষ্য করে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটায়। এর পরই গুলি ছোঁড়ে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাউন্সিলর আবদুর রহমান বলেন, আমি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলায় এ হামলার ঘটনা ঘটে। এর আগেও এমন হামলা হয়েছে। আমি থানায় যাচ্ছি লিখিত অভিযোগ করতে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, আমরা ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের পর বুঝতে পারব আসলে কেন বা কি কারণে এমন ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।