ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
পাবনায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক আটক

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মো. জামাল শেখ (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিনাখড়া মাঝগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত জামাল শেখ সাঁথিয়ার গৌড়িগ্রাম উত্তর চকপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকটি জামাল শেখকে ধাক্কা দিলে গুরুতর আহত হন বৃদ্ধা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়রা চালকসহ ট্রাকটিকে আটক করেন। পরে পুলিশে এসে তাকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্ট, জানুয়ারি ৩১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।