ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
বাগেরহাটে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছেলের ছুরিকাঘাতে চাচা জামিল সরদার (৫৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জামিল সরদার ওই গ্রামের মৃত শাহবুদ্দিন সরদারের ছেলে। অভিযোগ ওঠা রইস সরদার জামিলের চাচাতো ভাই ইসরাইল সরদারের ছেলে।

নিহতের ছেলে শামিম বলেন, বাবার এক বস্তা সুপারি চুরি করেন চাচা ইসরাফিলের ছেলে রইজ। এ নিয়ে সকালে ফজরের নামাজ শেষে বাড়ির সামনে ইসরাফিল সরদারের কাছে চুরির নালিশ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রইজ সরদার দৌড়ে এসে আমার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। ঝগড়া থামাতে এলে দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামের দুইজনকে পিটিয়ে আহত করেন রইজ সরদার ও তার বাবা ইসরাফিল সরদার। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  

এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন নিহতের ছেলেসহ এলাকাবাসী।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, সুপারি চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাই ইসরাইল সরদার ও তার ছেলে রইজ সরদার, জামিল সরদারকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।