ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাসপাতালে ভ‌র্তিদের মধ্যে ৬ জনকে দ্রুত ছাড়পত্র দেওয়া হবে: সামন্ত লাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
হাসপাতালে ভ‌র্তিদের মধ্যে ৬ জনকে দ্রুত ছাড়পত্র দেওয়া হবে: সামন্ত লাল

ঢাকা: রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভ‌র্তি ১১ জনের মধ্যে ছয়জনকে দ্রুত ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। এছাড়া এ ঘটনায় নিহত ৪৬ জনের মধ্যে ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা করা হয়েছে।

বা‌কিদের মধ্যে একজনের এখ‌নও কোনো প‌রিবার পাওয়া যায়‌নি।

শনিবার (০২ মার্চ) ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগীদের পরিদর্শন শেষে গণমাধ্যমে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটে ভ‌র্তি হওয়া ১১ জন অগ্নিদগ্ধের মধ্যে ছয়জনকে দুই-এক‌দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। তবে বা‌কি পাঁচজনের চি‌কিৎসা চলবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাকে প্রধান করে ১৭ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বাকি পাঁচজনের চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। তাদের শ্বাসনালি পুড়ে গেছে। তাই এখনই তাদের নিয়ে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।