ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ৪ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
আড়াইহাজারে ৪ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিনব্যাপী সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দুপ্তরা ইউনিয়নের কালিবাড়ী- বাজবী ও তিনগাওঁ এলাকার এ অভিযান চালানে হয়।

অভিযানে সহযোগিতা করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোনাল বিপণন অফিস সোনারগাও।

অভিযানে সময় ৪টি স্পটে ৪ কিলোমিটার এলাকায় ১ হাজার ৫০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৬০০ ফুট পাইপ উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।