ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাবির দুই ছাত্রকে মারধর, ঢামেকে নিয়ে এলেন রিকশাচালক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
ঢাবির দুই ছাত্রকে মারধর, ঢামেকে নিয়ে এলেন রিকশাচালক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ঢাবির আইন বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরে আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে ভর্তি করেন এক রিকশাচালক।

আহতরা হলেন, আইন বিভাগের ৩য় বর্ষের জসিম উদ্দিন হলের শাহিনুর ইসলাম রাসেল (২৫) ও বঙ্গবন্ধু হলের সাকিব আজাদ তুর্য (২৫)।

বুধবার (১৩ মার্চ) বেলা দেড়টার দিকে মারধরের স্বীকার হন ওই দুই ছাত্র।  

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা স্বপন মিয়া নামের এক রিকশাচালক।  

তিনি জানান, বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ৫-৬টি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন মিলে ওই দুই ছাত্রকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। মারধরের পর ফেলে রেখে গেলে তাদেরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, তাদের দুজনের অবস্থাই গুরুতর। শাহিনুরকে জরুরি বিভাগের নিউরোসার্জারি ও সাকিবকে নাক, কান,গলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি শাহবাগ থানায় জানানো হয়েছে। তবে কারা তাদের মারধর করেছে বিষয়টি এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।