ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় শহীদ মিনার চত্বরে ধানের হাট!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
নেত্রকোনায় শহীদ মিনার চত্বরে ধানের হাট!

নেত্রকোনা: জেলার দুর্গাপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ধানের হাট বসানো হয়েছে। সেখানে দিনভর দেখা মিলছে ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের সরব উপস্থিতি।

কেউ ব্যস্ত ধান মাপাতে, কেউবা ব্যস্ত বিক্রিতে। আবার কেউ কেউ দূরদূরান্ত থেকে আসা টলি ট্রাক গাড়ি লোড-আনলোড করছেন।

হাটে আসা অনেকেই জুতা পরেই উঠছেন শহীদ মিনারে। এমনকি আশপাশের অনেকে প্রস্রাব করতে পর্যন্ত আসেন এই শহীদ মিনার চত্বরেরই একদিকে। এতে করে শহীদ মিনারের সম্মান নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ থাকছে অনেক নোংরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, শহীদ মিনার চত্বরেই চেয়ার-টেবিল বসিয়ে চলছে জমজমাট ব্যবসা। অনেকে আবার জুতা পায়ে শহীদ মিনারে বসে আছেন। হঠাৎ করে দেখে বোঝার উপায় নেই, এটি মহান ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বছরজুড়েই নোংরা পরিবেশ তৈরি হয়ে থাকে শহীদ মিনার প্রাঙ্গণে। দেয়াল না থাকার কারণে বহিরাগতরা সহজেই শহীদ মিনারে প্রবেশ করে পরিবেশ নষ্ট করেন। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নেই কোনো নজরদারি।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, শহীদ মিনার প্রাঙ্গণে ধানের হাট বসে। মাদকসেবীরাও সেখানে মাদক সেবন করে। শহীদ মিনারের পাশেই পড়ে থাকতে দেখা যায় মাদকের বোতল। এটি লজ্জার বিষয়। এভাবে শহীদ মিনারের মর্যাদা নষ্ট হচ্ছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

জানতে চাইলে দুর্গাপুর ধান ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজ আলী জানান, আজ (বৃহস্পতিবার) শহীদ মিনার চত্বরে ধানের হাট বসার বিষয়টি তিনি জানতেন না। পরে দেখেছেন ব্যবসায়ীরা সেখানে গিয়ে বসে গেছেন। তবে এর পরে যেন সেখানে কেউ না বসেন সে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান জানান,হাট বসার বিষয়টি এখনও জানা নেই। তবে খোঁজ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।