ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মালিবাগে হোটেলের গ্যাস লাইনে আগুন, দগ্ধ ৪ কর্মচারী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
মালিবাগে হোটেলের গ্যাস লাইনে আগুন, দগ্ধ ৪ কর্মচারী

ঢাকা: রাজধানীর মালিবাগ মোড় এলাকার শাহজালাল নামে একটি হোটেলের গ্যাস লাইনের আগুনে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। দগ্ধ হোটেল কর্মচারীরা হলেন-মারুফ (১৬) জুলহাস (১৭) ,সবুজ (২৪) ও হান্নান (২৪)।

বুধবার (২০ মার্চ) ইফতারের আগ মুহূর্তে মালিবাগ মোড় হোসাফ টাওয়ার সংলগ্ন গলির ভেতর শাহজালাল হোটেলে এ ঘটনাটি ঘটে।  

ঘটনার পরপরই হোটেলের অপর কর্মচারী মো. তৌহিদ চার যুবককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে আসে। চার হোটেল কর্মচারীর শরীরের বিভিন্ন স্থানে আগুনে ঝলসানো আছে।

শাহজালাল হোটেলের কর্মচারী তৌহিদ জানান, হোটেলের গ্যাস লাইন পাইপের গোলযোগ থেকে আগুনে চার কর্মচারী দগ্ধ হয়। ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চার যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে  চিকিৎসাধীন আছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।