ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

ক্ষেতলালে মাইক্রোবাসচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২২, মার্চ ২৬, ২০২৪
ক্ষেতলালে মাইক্রোবাসচাপায় শিশু নিহত

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাইক্রোবাসের চাপায় সাঈম (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া সড়কের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশুটি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়া গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগ মুহূর্তে বড় ভাই নাইমকে ডাকতে বাড়ি থেকে বের হয় শিশু সাঈম।  পথে রাস্তা পারাপারের সময় বগুড়া থেকে জয়পুরহাটগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে চাপা দেয়।

পরে স্থানীয়রা তাকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।