ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাংলাদেশে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই: মাহফুজ আলম

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, সেপ্টেম্বর ১৪, ২০২৫
বাংলাদেশে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই: মাহফুজ আলম মাহফুজ আলম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই।

পোস্টে তিনি আরও লেখেন, ইতিমধ্যে অন্তত আধা ডজন এমন ছায়া দল রয়েছে দেশে।

আপনারা বাড়তি কিছু যোগ করবেন না। বরং, পুনঃসংজ্ঞায়ন করুন, পুনঃগঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।

যদিও তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন তা লেখেননি।

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার ওপর হওয়া হামলা চেষ্টার পর এটি তার প্রথম ফেসবুক স্ট্যাটাস।

এদিকে, মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার বিষয়ে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।  

তিনি আরও লিখেছেন, এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলা মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।