ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে ভৈরবে নদে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, এপ্রিল ৩, ২০২৪
মেহেরপুরে ভৈরবে নদে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরে ভৈরব নদে ডুবে গোসল করতে নেমে আকাশ হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।

 

নিহত আকাশ মেহেরপুর পৌর শহরের শেখ পাড়া এলাকার শ্যামল আলীর ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।  

পারিবারিক সূত্রের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, দুপুর ২টার দিকে গোসল করার জন্য ভৈরব নদে যায় আকাশ। গোসল করার সময় সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ভৈরব নদে দীর্ঘ ৩ ঘণ্টা তল্লাশি করে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।