ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পার হলো প্রায় ৪৮ হাজার গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
বঙ্গবন্ধু সেতু পার হলো প্রায় ৪৮ হাজার গাড়ি

সিরাজগঞ্জ: গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৪৮ হাজার যানবাহন পারাপার হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় তিনগুন বেশি। এদিন টোল আদায় হয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকারও বেশি।

এ যাবতকালের তৃতীয় সর্বোচ্চ টোল আদায় হলো এদিন।

বুধবার (১০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৪৭ হাজার ৭৫৫টি যানবাহন। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ৩৩ হাজার ১৩১ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৪ হাজার ৬২৪টি গাড়ি চলাচল করেছে।

এদিন ৩ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা আদায় হওয়া টোলের মধ্যে পূর্ব টোলপ্লাজায় ২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ২০ হাজার ৮৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল হক পাভেল বাংলানিউজকে বলেন, ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ টোল আদায় হয়েছে। এটি যাবৎকালের তৃতীয় সর্বোচ্চ টোল আদায়। সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত কোরবানি ঈদে ৩ কোটি ৬০ লাখ টাকারও বেশি।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।