ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সন্দেহভাজন এক কেএনএফ সদস্য কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
সন্দেহভাজন এক কেএনএফ সদস্য কারাগারে

বান্দরবান: কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন এক সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার নাম হাও লিয়ান বম (৬৭)।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাইসুমা সুলতানা কেএনএফ সদস্য লিয়ান বমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লিয়ান বম বান্দরবান সদরের লাইমিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় জড়িত থাকার সন্দেহে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে লিয়ান বমকে গ্রেপ্তার করেছ।

বান্দরবান আদালতের জেনারেল রেকর্ডস অফিস কর্মকর্তা (জিআরও) বিশ্বজিত সিংহ এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে হামলা, টাকা লুটের ঘটনায় এই পর্যন্ত নয়টি মামলা দায়ের করা হয়েছে। যৌথবাহিনীর অভিযানে এক জিপ চালকসহ সর্বমোট ৬৩ জনকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।