ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাস্তার কাজ না করেই কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মে ৬, ২০২৪
রাস্তার কাজ না করেই কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা
   বাঁ থেকে- আব্দুল কদ্দুছ, খোকন চন্দ্র গোপ ও মো.আলী নূর

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় রাস্তার উন্নয়ন কাজ না করেই কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ তিনজনের নামে মামলা হয়েছে।
 
সম্প্রতি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইকবাল মিয়া জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন।


 
সোমবার (৬ মে) বিকেলে আদালতের স্ট্যানো মোজাম্মেল হক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, বিচারক মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদুক) নির্দেশনা দিয়েছেন।
 
আসামিরা হলেন- লাখাই উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নূর, বুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ ও করাব ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।
 
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) বিশেষ বরাদ্দ হিসেবে বুল্লা ইউনিয়নের দুটি রাস্তা উন্নয়নের জন্য ১৩৫ টন চাল বরাদ্দ হয়। যার মূল্য ৫৪ লাখ টাকা। দুই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করাব ইউপি চেয়ারম্যান আবদুল কদ্দুছ।
 
অন্যদিকে বুল্লা ইউনিয়নে একইভাবে দুটি রাস্তা মেরামতের জন্য ১৪০ টন চাল অর্থাৎ ৫৬ লাখ টাকা বরাদ্দ হয়। ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ দুটি প্রকল্প কমিটির সভাপতি ছিলেন।
 
মামলায় উল্লেখ করা হয়, বরাদ্দের পুরো টাকা উত্তোলন করা হলেও রাস্তাগুলো মেরামতের কোনো আলামত পাওয়া যায়নি। গ্রামবাসীও জানেন না কাজের কথা। লাখাইয়ে সে সময়কার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলী নূর ও দুজন ইউপি চেয়ারম্যান প্রকল্পের কোনো কাজ না করে নিজেরা মাস্টাররোল পূরণ করে এবং শ্রমিকের স্বাক্ষর জাল-জালিয়াতি করে সব অর্থ আত্মসাৎ করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।