ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফারাক্কাসহ ৫৪ নদীর পানির ন্যায্য হিসাবের দাবিতে প্রচারাভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ১৬, ২০২৪
ফারাক্কাসহ ৫৪ নদীর পানির ন্যায্য হিসাবের দাবিতে প্রচারাভিযান

মাগুরা: নদী বাঁচাও, কৃষক বাঁচাও, ফারাক্কা বাঁধ মরণ ফাঁদ- জি কে প্রজেক্টের পানি সরবরাহ, ফারাক্কা-তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিসাবের দাবিতে জাতীয় কৃষক খেতমজুর সমিতি প্রচারাভিযান চালিয়েছে।  

বৃহস্পতিবার (১৬ মে) সকালে শহরের প্রেস ক্লাবের সামনে থেকে এ প্রচারাভিযান শুরু হয়।

প্রচার অভিযান শেষে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ প্রচার অভিযানে উপস্থিত ছিলেন- কমনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জাতীয় কৃষক খেতমজুর সমিতির সম্পাদক, মোশারফ হোসেন নান্নু, যশোর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকসহ অন্যরা।

এ প্রচার অভিযানের উদ্দেশ্য ভারতের কাছ থেকে ফারাক্কা, তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিসাব আদায় করা। পদ্মা থেকে জি কে প্রজেক্ট পানি সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মে ১৬, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।