ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মে ২০, ২০২৪
যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে খাদিজা আক্তার রাত্রী (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

সোমবার (২০ মে) সকাল সাড়ে ৭টার দিকে ছাদ থেকে নিচে পড়ে যায় খাদিজা। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা জায়েদা আক্তার জানান, তার দুই মেয়ের মধ্যে খাদিজা বড়, সে  মানসিক প্রতিবন্ধী ছিল। প্রতিদিন সকালে চারতলা বাড়িটির ছাদে হাঁটতে যেত সে। আজ সকালে সবাই যখন ঘুমে তখন একা একাই খাদিজা ছাদে যায়। এর কিছুক্ষণ পর তার ছোট বোন আমেনা আক্তার কণাও ছাদে যায়। তবে সেখানে গিয়ে বড় বোনকে আর দেখতে পায়নি। পরবর্তীতে বাবা-মাকে ডেকে নিয়ে গেলে তারা দেখেন, ভবনটির নিচে পড়ে আছে সে। সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে খাদিজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, ভবনের ছাদে চার পাশে রেলিং রয়েছে। তারপরও কীভাবে সে নিচে পড়লো তা জানা নেই তাদের।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া ওই কিশোরীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

স্বজনা জানান, খাদিজার বাবা কাওসার আহমেদ ব্যবসায়ী এবং মা জায়েদা আক্তার গৃহিণী। তাদের বাড়ি মুন্সিগঞ্জে। যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের ওই বাড়িটির চতুর্থ তলায় সপরিবারে ভাড়া থাকতেন তারা।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ২০, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।