ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় রিমালের প্রভাবে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, মে ২৭, ২০২৪
কুষ্টিয়ায় রিমালের প্রভাবে নিহত ১

কুষ্টিয়া: চলমান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে কুষ্টিয়ার মিরপুরে টিনের চালা পড়ে বাদশা মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৭ মে) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাদশা মল্লিক দাসপাড়া এলাকার মৃত খবির মল্লিকের ছেলে।

রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা বাদশা মল্লিকের বাড়ির টিনের চালা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভেঙে পড়ে। এ সময় চালার নিচে চাপা পড়ে বাদশা মল্লিক নিহত হন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।