ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুর থেকে লঞ্চ-ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ২৮, ২০২৪
চাঁদপুর থেকে লঞ্চ-ফেরি চলাচল শুরু

চাঁদপুর: চাঁদপুর লঞ্চঘাট থেকে লঞ্চ ও অন্যান্য নৌযান এবং হরিণা ফেরিঘাট থেকে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।  

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টা থেকে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে চাঁদপুর থেকে শনিবার (২৫ মে) রাত ১২টায় লঞ্চসহ সবধরনের নৌযান এবং রোববার (২৬ মে) বিকেল ৫টা থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন এবং বিআইডাব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ শনিবার রাত ১২টায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার দুপুর ১টা থেকে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জসহ সব রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।

বিআইডাব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ফেরিঘাটের ক্ষতিগ্রস্ত পন্টুনগুলো মেরামত করে দুপুর ১টায় চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।