ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরের মেঘনায় জব্দ নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে নষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, জুন ২, ২০২৪
চাঁদপুরের মেঘনায় জব্দ নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে নষ্ট

চাঁদপুর: দেশীয় প্রজাতির মাছের রেনু পোনা রক্ষায় চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্টজাল, ৪৪ হাজার মিটার চরঘেরা জাল ও ৩২টি চায়না দোয়াইর চাঁই জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

রোববার (২ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।

তিনি বলেন, শনিবার (১ জুন) হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধ জাল নির্মূলে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম ধাপে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০টি চায়না দোয়াইর চাঁই ও ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। দিনের দ্বিতীয় ধাপে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযানে চরভৈরবী এলাকা থেকে ৪৪ হাজার মিটার চরঘেরা জাল ও ২২টি চায়না দোয়াইর চাঁই জব্দ করা হয়।

জব্দকৃত জাল ও চাঁই হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষার অনুমতিক্রমে কোস্টগার্ড আউটপোস্টে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জুন ২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।