ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিরাপত্তা ব্যবস্থা ভালো, কোনো সমস্যা হবে না: আরএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
নিরাপত্তা ব্যবস্থা ভালো, কোনো সমস্যা হবে না: আরএমপি কমিশনার

রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, ঈদুল আজহা উদযাপনে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো।

আশা করা যাচ্ছে কোনো সমস্যা হবে না।

রোববার (১৬ জুন) দুপুরে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

আরএমপি কমিশনার বিপ্লব বিজয় ঈদগাহ পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, রাজশাহী মহানগর এলাকায় ৪৭৩টি ঈদগাহ রয়েছে। এর মধ্যে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহও রয়েছে। এসব ঈদগাহে মুসল্লিরা ঈদের দিন নামাজ আদায় করবেন। সেই লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করতে সবখানেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া ঈদের দিন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। আশা করছি কোনো সমস্যা হবে না।

এদিকে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজশাহীর শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদগাহে নামাজ হবে না। সেই ক্ষেত্রে একই সময়ে প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে।

শাহ মখদুম (রহ.) দরগা এস্টেটের তত্ত্বাবধায়ক মুস্তাফিজুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় গত বুধবার এ সিদ্ধান্ত হয়েছে।

রাজশাহীর অন্যান্য ঈদগাহগুলোর পরিচালনা কমিটি সুবিধামতো সময়ে জামাতের সময় নির্ধারণ করবে এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচার করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।