ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পুলিশের ‘ফল উৎসব’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
ফরিদপুরে পুলিশের  ‘ফল উৎসব’ 

ফরিদপুর: ফরিদপুরে আম, কাঁঠালেসহ রসালো ফল নিয়ে পুলিশের গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ ফল উৎসবের আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা পুলিশ এ উৎসবের আয়োজন করে।  

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফল উৎসবে উদ্বোধন করেন।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।