ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অভিযোগে কনস্টেবল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অভিযোগে কনস্টেবল আটক

গাইবান্ধা: গাইবান্ধায় গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় গাইবান্ধা সদর থানা পুলিশ।

শনিবার (৬ জুলাই) বিকেলে শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম মো. শাহ আলম। তার বাড়ি লালমনিরহাটের বানভাসা গ্রামে বলে জানা গেছে। তিনি বর্তমানে গাইবান্ধা পুলিশ লাইন্সে কর্মরত আছেন।  

স্থানীয়রা জানায়, বিকেলে দক্ষিণ ধানগড়া এলাকায় ছাদ খোলা একটি বাথরুমে গোসল করছিলেন এক গৃহবধূ। এসময় ছাদের ওপর দিয়ে মোবাইলে ভিডিও করছিলেন ওই ব্যক্তি। স্থানীয় একজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে এলাকার লোকজন গিয়ে তাকে ধরে ফেলে। পরে ওই লোক নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। তবে, উপস্থিত লোকজন তাকে মারধর করে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা সদর থানার এক কর্মকর্তা বলেন, সিভিল পোশাকে ওই পুলিশ সদস্য এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে মারধর করে আটক করে রাখে। পরে নিজেকে পুলিশ বলে পরিচয় দিলে আরও ক্ষিপ্ত হয়ে উঠে জনতা। পরে থানায় ফোন দিলে সদর থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্ত পুলিশ সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদসহ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।