হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রায় ৪ কিলোমিটার পথ অতিক্রম করতে দীর্ঘ সময় লাগছে যানবাহনগুলোকে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সড়কে যানজট দেখা যায়।
ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম হাসিবুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দরে আগুন লাগার কারণে গাড়িগুলোকে আপাতত ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেকে চার-পাঁচজন করে যাত্রী নিয়ে আসছেন, তাদেরকে প্রধান সড়কেই নামাতে হচ্ছে। এতে সড়কে গাড়ির চাপ বেড়েছে এবং যানজট তৈরি হয়েছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ এলাকায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, বর্তমানে ঘটনাস্থলে তাদের ৩৭টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদে থাকার এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দর এলাকায় অপ্রয়োজনে ভিড় না করার অনুরোধ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হলে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
এমএমআই/এমজে