ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এক বোয়ালের দাম ১৬ হাজার টাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এক বোয়ালের দাম ১৬ হাজার টাকা!

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ১০ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ৭ টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীতে নিরঞ্জন হালদার নামে এক জেলের জালে বোয়াল মাছটি ধরা পড়ে।

পরে সকাল ৮ টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে নিলামে বোয়াল মাছটি প্রতিকেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১৫ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, মাছটি আমি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার টাকায় ফরিদপুর জেলার একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, সম্প্রতি নদীতে জেলেদের জালে প্রতিদিন বড়  আকারের রুই,কাতল,মৃগেল,বাঘাইড়,পাঙাশ,ইলিশ,বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।