ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে গোসলে নেমে প্রাণ গেল ৪ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
জামালপুরে গোসলে নেমে প্রাণ গেল ৪ জনের

জামালপুর: জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে নেমে এক গৃহবধূ ও তিন কিশোরীর মৃত্যু হয়েছে।  

রোববার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন - দক্ষিণ বালুর চর এলাকার বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩৫), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯), ও দেলোয়ার হোসেন এর মেয়ে দিশা আক্তার  (১৭)।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পাচঁজন একসঙ্গে বাড়ির পাশে বানের পানিতে গোসল করতে নামেন। এসময় সাদিয়া ও খাদিজা ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও দিশা আক্তারও তাদের বাঁচাতে গেলে তারাও ডুবে যায়। রিমা আক্তার নামের একজন ফিরে গিয়ে এ কথা জানায় সবাইকে। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে।  

মেলান্দহ থানা অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ বলেন, নিহতের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।