ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘিওরে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
ঘিওরে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ: বঙ্গবন্ধু সেতু ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে মিলন মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুজন।

মঙ্গলবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুসন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বুধবার (২৪ জুলাই) দুপুরে এ তথ্য জানান।  

মিলন জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা এলাকার সাহেব আলীর ছেলে। সে জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।  

নিখোঁজ অপর দুজন হলেন-কামতা এলাকার রফিকুল ইসলাম ও উপজেলার উত্তর কাউনাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে রাসেল (১৪)।

ওসি জানান, মঙ্গলবার কামতা ও আশপাশের এলাকার ৬০ জন ট্রলারে করে বঙ্গবন্ধু সেতু দেখতে যান। সেখান থেকে ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এরপর সবাই তীরে ফিরতে পারলেও তিনজন নিখোঁজ হন। পরে তাদের মধ্যে মিলনের মরদেহ পাওয়া যায়।

আরিচা স্থল কাম নদীবন্দর ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর নাদিম মাহমুদ বলেন, নিখোঁজ দুজনের খোঁজে এবং ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।