ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

উত্তর সিটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে মতবিনিময় বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, জুলাই ২৯, ২০২৪
উত্তর সিটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে মতবিনিময় বিকেলে

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ জুলাই) বিকেল ৩টায় গুলশানে ডিএনসিসি নগর ভবনে এ সভায় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

সভায় সভাপতিত্ব করবেন উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।

শিক্ষা মন্ত্রণালয় ও সিটি করপোরেশন সূত্রে জানা যায়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার নিমিত্তে মতবিনিময় সভায় ডিএনসিসি এলাকার বিশ্ববিদ্যালয়ের ভিসি, কলেজের প্রিন্সিপালরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।