ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে ফরিদপুরে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, জুলাই ৩১, ২০২৪
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে ফরিদপুরে বিক্ষোভ

ফরিদপুর: ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণে হত্যাকাণ্ড ও এর সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।  

বুধবার (৩১ জুলাই) সকালে ‘মার্চ ফর জাস্টিস’র অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিলটি বের হয়ে শামসুল উলুম মাদরাসার সামনে এসে শেষ হয়।  

মিছিলের অগ্রভাগে ছিলেন নারী শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে বিভিন্ন পোস্টারে ‘রক্তের দাগ এখনো শুকায় নাই’, ‘গ্রেপ্তার বাণিজ্য বন্ধ কর’, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ, ‘হাল ছেড় না বন্ধু’, জেলখানা আরও বাড়ান সাহেব, আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হবো’সহ বিভিন্ন দাবি-দাওয়া ও স্লোগান লেখা ছিল।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।