ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়া কোর্ট চত্বরসহ পৃথক স্থান থেকে আটক ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
কুষ্টিয়া কোর্ট চত্বরসহ পৃথক স্থান থেকে আটক ১৫

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শিক্ষার্থীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করতে পারেনি। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীদের হত্যা, কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি ও গণ গ্রেপ্তারের শিকার শিক্ষার্থীদের মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।

বুধবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টার সময় কুষ্টিয়া কোর্ট চত্বর এলাকায় এ কর্মসূচি পালনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন আন্দোলনকারীরা।  

তবে দুপুর থেকেই আদালতপাড়াসহ শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করে পুলিশ-প্রশাসন। ফলে ভিড়তে পারেনি আন্দোলনকারীরা।

এসময় কুষ্টিয়া শহরের দুই গুরুত্বপূর্ণ মোড় মজমপুর এবং চৌড়হাস এলাকা ও ডিসি কোর্ট চত্বর থেকে ১৫জনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর হক চৌধুরী জানান, শহরের কোথাও আন্দোলনকারীরা মিছিল বা বিক্ষোভ করেনি। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে শহরে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।