ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইকসের ৮ দফা দাবিতে মানববন্ধন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
ইকসের ৮ দফা দাবিতে মানববন্ধন 

ঢাকা: বেতন বৈষম্য দূরীকরণসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে ইআরডি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (ইকস)।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে আগারগাঁওয়ের এনইসি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইকসের আট দফা দাবির মধ্যে রয়েছে

১. বেতন বৈষম্য দূরীকরণ;

২. দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল ঘোষণা করতে হবে;

৩. বেতন গ্রেড কমিয়ে ১ থেকে ১০ গ্রেড বাস্তবায়ন করতে হবে;

৪. আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অবিলম্বে পুনর্বহাল করতে হবে;

৫. ১০০ ভাগ পেনশন বাস্তবায়ন এবং গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

৬. বাংলাদেশ সচিবালয়ে নিয়োজিত সব প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদনাম "উপ-সহকারী সচিব [৯ম গ্রেড] করতে হবে।

৭. অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের ন্যায় রেশন পদ্ধতি চালু করতে হবে।

৮. ১১-১৬ গ্রেডের কর্মচারীদের পদনাম 'অতিরিক্ত উপ-সহকারী সচিব [১০ম গ্রেড] করতে হবে।

এদিকে পরিকল্পনা বিভাগ/কমিশন কর্মকর্তা/কর্মচারীরাও ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে
১. কর্মকর্তা/কর্মচারীদের বেতন গ্রেড বৈষম্যদূরীকরণ করে ১-১০ গ্রেড প্রবর্তন। উল্লেখ্য ২০তম গ্রেডের বেতন ৮২৫০/-টাকা এবং ১ম গ্রেডের বেতন ৭৮,০০০/-টাকাসহ অন্যান্য সুবিধা যা ২০তম গ্রেডে বেতন ছাড়া কোনো সুযোগ সুবিধা নেই;

২. বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি পদনাম পরিবর্তনপূবর্ক 'উপসহকারী সচিব' (৯ম গ্রেড) বাস্তবায়ন;

৩. ক্যাডার কর্মকর্তাদের সচিবালয় নিয়োগ বিধির আওতায় নিয়োগপ্রাপ্ত কর্মরত প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাদের সচিবালয় এর মধ্যে অভ্যন্তরীণ বদলির ব্যবস্থা;

৪. সিভিল সার্ভিস ক্যাডার কর্মকর্তাদের ন্যায় কর্মচারীদের নিয়োগবিধি অনুযায়ী ফিডার পদে সংরক্ষণ ও সঠিক সময়ে পদোন্নতি প্রদান করে বৈষম্যদূরীকরণ:

৫. বেতন টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল;

৬. পরিকল্পনা কমিশন-এর মতো গুরুত্বপূর্ণ সেক্টরে রাজস্ব খাতে জনবল থাকা সত্ত্বেও বহিরাগত প্রকল্পের জনবল কর্মরত রয়েছে যা পরিকল্পনা কমিশন থেকে দ্রুত অপসারণ করতে হবে।  

উল্লেখ্য, পরিকল্পনা কমিশনে বাইরের প্রকল্পের প্রায় ৭০ জনবল কর্মরত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এসএমএকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।