ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ভৈরব নদে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
মেহেরপুরে ভৈরব নদে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু  প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরে ভৈরব নদে গোসল করতে নেমে তলিয়ে রোকেয়া খাতুন (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৩ সেপ্টম্বর) বিকেলে জেলা সদর উপজেলার বন্দর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোকেয়া ওই গ্রামের ছোটন আলীর মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বাংলানিউজকে জানান, বিকেলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে নামে রোকেয়া। এ সময় পানিতে তলিয়ে যায় সে। পরে মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে মরদেহটি উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।