ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৩৫ বক্সে করে ভারতে পাচার হচ্ছিল ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
৩৫ বক্সে করে ভারতে পাচার হচ্ছিল ইলিশ

কুমিল্লা: কুমিল্লায় ৮৫০ কেজি অবৈধ ইলিশ জব্দ করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতে পাচারের সময় সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয়।

 

কুমিল্লা- ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৫ টায় কুমিল্লা-১০ বিজিবির সদস্যরা এসব ইলিশ জব্দ করেছে। ৩৫টি বাক্সে করে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এসব ইলিশ। বিজিবির খবর পেয়ে আসামিরা পালিয়ে যায়। ৮৫০ কেজি ইলিশ মাছের বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা। এসব ইলিশ বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।  

এ নিয়ে গত এক সপ্তাহে কুমিল্লার ভারত সীমান্তে তিনবার ইলিশ মাছ জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।