ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

গণহত্যাকারীদের সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা নয়: আসিফ নজরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:৩৯ পিএম, সেপ্টেম্বর ১৯, ২০২৪
গণহত্যাকারীদের সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা নয়: আসিফ নজরুল

ঢাকা: রাষ্ট্র সংস্কার বিষয়ে ছাত্র-জনতার বিপ্লবের সময় গণহত্যাকারী আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, প্রায় এক হাজার মানুষকে হত্যা করেছে, আরও অনেক মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না।

তিনি বলেন, তাদের (গণহত্যাকারীদের) বাদে সমাজের যত প্রতিনিধিত্বকারী শ্রেণি আছে, রাজনৈতিক দল আছে, সামাজিক, পেশাজীবী, ছাত্র সংগঠন, বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন প্রত্যেকটা সেক্টরের সঙ্গে যতটা পারা যায় মতামত প্রতিফলিত করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এমইউএম/আরঅইএস

বাংলাদেশ সময়: ৮:৩৯ পিএম, সেপ্টেম্বর ১৯, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।