ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালাইয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
কালাইয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ 

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে চারজনসহ আটজন আহত হয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কালাই পৌরসভার মুন্সিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লুৎফর রহমান (৬০), সামছুল হক (৪৫), জাহিদুল ইসলাম (৩৭), ছাইদুল (৫০), সাজ্জাদুর (৩৮), সৈকত (১২), শামিম (১৭) ও সাগর (২৩)।  

স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নানসহ অনেকেই জানান, জাহিদুল ও ছাইদুল চাচাতো ভাই। তাদের বসত-ভিটার পরিমাণ সাত শতক। এর মধ্যে জাহিদুলের কাছ থেকে ছাইদুল আধা শতক পাবেন বলে দাবি করেন। এ নিয়ে একাধিক বার তাদের মহল্লায় গ্রাম্য সালিশ হয়। গত শনিবার রাত ৯টায় স্থানীয়দের নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে কোনো পক্ষ না আসায় জাহিদুলের পরিবার ছাইদুলের বাড়িতে ডাকতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে টেঁটা বিদ্ধ হয়ে চারজনসহ দুপক্ষের আটজন আহত হলে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদের মধ্যে লুৎফর, সামছুল, জাহিদুল, সাজ্জাদুর টেঁটাবিদ্ধ হন। গুরুতর অবস্থায় লুৎফর ও জাহিদুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। অপরদিকে সাগর ও ছাইদুলকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

কালাই পৌরসভার কাউন্সিলর সিরাজুল ইসলাম তালুকদার জানান, তাদের নিয়ে অনেকবার বৈঠক করা হয়েছিল। শনিবার রাতে দুপক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। তারা কেউ আসেনি। পরে তাদের সংঘর্ষ বাধে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।