ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনা-বৃষ্টি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
দুর্ঘটনা-বৃষ্টি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল: অতিরিক্ত যানবাহনের চাপ, ভারী বৃষ্টি আর সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুর উপজেলার নাটিয়াপাড়া পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে।

এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন গাড়িচালক ও যাত্রীরা।
 
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন নান্নু খান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে কালিহাতী লিংক রোডে বাস-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন৷ মহাসড়কটিতে অতিরিক্ত যানবাহনের চাপ এবং ভারী বৃষ্টির থাকায় দুর্ঘটনার পর বাস ও ট্রাক সরাতে কিছুটা সময় লেগে যায়। এ কারণে যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।